Calcutta time : এবার OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিবেক ওবেরয় অভিনীত মোদীর বায়োপিক। ছবির নাম হয়েছে ‘প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী’। ইতিমধ্যেই ছবির পোস্টারে নরেন্দ্র মোদীর বেশে দেখা গিয়েছে বিবেককে।

মোদীর বায়োপিক সম্বন্ধে বলতে গিয়ে বিবেক বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে, এবং সিনেমার মাধ্যমে তাঁর গল্প বিশ্বকে জানাতে পারা আমার কাছে সম্মানের।”

বিবেক আরও বলেন, “ছবিতে মোদীজির গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে তাঁর ঐতিহাসিক জয় এবং শেষপর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মনোনীত হওয়ার যাত্রার কথা তুলে ধরা হয়েছে। আমি খুশি যে এই অনুপ্রেরণামূলক গল্পটি সিনেমার পর্দায় উঠে আসছে।”

এমএক্স প্লেয়ারে ২৩শে সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

উল্লেখ্য, ২০১৯-এ মুক্তি পাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। তবে আদর্শ নির্বাচনীবিধি ভঙ্গ হতে পারে তাই ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পরবর্তীকালে কোভিড পরিস্থিতির কারণে ছবির মুক্তি আরও পিছিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here