Calcutta time : প্রায় অধিকাংশ বাড়িতেই আরশোলা বাসা বাঁধে। এরা রোগ-জীবাণু ছড়ায়, দরকারি কাগজপত্র ছিঁড়ে ফেলে। এই আরশোলা এক সময় খুবই বিরক্ত করে। তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজ এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো কিছু সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে বাড়ি থেকে ভাবে আরশোলা তাড়াবেন।

১) তেজপাতা :

তেজপাতা শুকিয়ে কিংবা ভেজে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সেই গুঁড়ো ঘরের প্রতিটি কোনায় সপ্তাহে অন্তত দুই বার ছড়িয়ে দিলেই আর কোনো আরশোলা থাকবে না। তেজ পাতার উগ্র ও ঝাঁঝালো গন্ধ আরশোলা সহ্য করতে পারে না।

২) অ্যামোনিয়া :

বাজার চলতি আরশোলা মারার রাসায়নিকেও প্রচুর পরিমানে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তবে আপনি সেই অ্যামোনিয়া বাড়িতে সরাসরি ব্যবহার করুন। পাঁচ লিটার জলের মধ্যে দুই কাপ তরল অ্যামোনিয়া গুলে নিয়ে ভালো করে সপ্তাহে অন্তত তিনদিন করে ঘর মুছুন। দেখবেন আর কোনো ধরণের আরশোলা থাকবে না।

৩) বোরিক পাউডার :

বোরিক পাউডার খুব ভালোভাবে আরশোলা দূর করে। তাই এই বোরিক পাউডার ভাতের সাথে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ ঘরে ছড়িয়ে রাখুন। এই ভাত খেলেই আরশোলা সাথে সাথে মারা যাবে। শুধু তাই নয় আপনারা বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি এই পদ্ধতিতে আরশোলা আপনার বাড়ি থেকে দূরে চলে গেছে

৪) লবঙ্গ ও গোল মরিচ :

লবঙ্গ ও গোলমরিচ একসাথে কাঠ খোলায় ভেজে কিংবা প্রখর রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার জলের মধ্যে সেই গুঁড়ো মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় স্প্রে করে দিন। যে জায়গা দিয়ে আরশোলা যাতায়াত করে সেখানেই বেশি করে স্প্রে করুন। দেখবেন আরশোলা আর আপনার বাড়িতে থাকবে না।

৫) চিনি ও বেকিং সোডা :

বেকিং সোডার মধ্যে চিনি মিশিয়ে আরশোলার পথে রেখে দিন। চিনি খেতে খুব ভালোবাসে আরশোলা আর বেকিং সোডা খেলেই মৃত্যু হবে। তাই বেকিং সোডা মিশ্রিত চিনি খেলেই আরশোলা সাথে সাথে মারা যাবে।

বেকিং সোডার মধ্যে চিনি মিশিয়ে আরশোলার পথে রেখে দিন। চিনি খেতে খুব ভালোবাসে আরশোলা আর বেকিং সোডা খেলেই মৃত্যু হবে। তাই বেকিং সোডা মিশ্রিত চিনি খেলেই আরশোলা সাথে সাথে মারা যাবে।

মনে রাখবেন :

প্রতিদিন বাড়ি ঘর ভালো করে মুছতে হবে।

জামাকাপড়ের মধ্যে ন্যাপথলিন রেখে দিতে পারেন।

বাড়িতে তৈরী খাবার ঢেকে রাখুন যাতে আরশোলা বা অন্য কোনো পোকামাকড় সেখানে প্রবেশ করতে না পারে।

তাহলে আজই এই সহজ টিপসগুলি কাজে লাগিয়ে আপনার বাড়ি আরশোলা মুক্ত করে ফেলুন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here