রাজ্যজুড়ে ঘর ভাঙার খেলায় নেমেছে শাসক-বিরোধী দুই গোষ্ঠী। এই ঘর ভাঙ্গানোর খেলা থেকে রক্ষা পায়নি ব্যারাকপুর লোকসভা ও। শোনা যাচ্ছে বিজেপি ছেড়ে বেশকিছু কর্মী-সমর্থক চলে যেতে পারেন তৃণমূল কংগ্রেসে। কিছুদিন আগে বিজেপি ছেড়ে পলাশী মাঝিপাড়া অঞ্চলের কিছু বিজেপি কর্মী সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মন্ডল সভাপতি দের উপর রাগের কারণে এই বিজেপি কর্মী সমর্থক রা দল ছাড়ছেন বলে সূত্র মারফত খবর। যদিও এই দল ছাড়া কে বিক্ষিপ্ত ঘটনা বলে উড়িয়ে দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের কথা অনুযায়ী “যারা দল ছাড়ছেন তারা বিজেপির আদর্শে আদর্শিত নন। তার কারণ আজ থেকে পাঁচ বছর আগে যখন বিজেপির কোন কিছু ছিল না তখন নিঃস্বার্থভাবে যারা বিজেপি করেছেন তাদের আজ কি এমন কারণ হল যে তারা দল ছাড়ছেন? দলের মধ্যে কোন সমস্যা থাকলে তা দলের মধ্যেই মিটিয়ে নিতে হবে ।দল ছেড়ে তার কোন সমাধান করা যাবে না।” নাম জানাতে অনিচ্ছুক আর একজন বিজেপি জেলা নেতৃত্বের কথা অনুযায়ী যারা যারা দল ছাড়ছে তারা তলে তলে তৃণমূলের সঙ্গে আগে থেকেই সম্পর্ক রেখে চলে ছিল কিন্তু এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের রাস বিজেপি দলের মধ্যে শক্ত করায় তারা এখন বুঝতে পারছে যে বিজেপিতে থেকে ভেতরে ভেতরে তৃণমূলের হয়ে আর কাজ করা যাবে না তাই তারা দলবদল করছে।

 

Follow us on YouTube Instagram Twitter Facebook.in YouTube search (Calcutta Time) ………….. thanks for read our article

এখন আপনি কম খরচে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেল এ। TV যে প্রোগ্রাম করার জন্য যোগাযোগ করুন 9123359407

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here