Calcutta time : তারকাদের জীবন নিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। কিছুদিন আগেই সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী কথা দিয়েছিলেন তিনি তাঁর ‘সিক্রেট’ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনবেন। তেমনটাই আজ ইনস্টাগ্রাম ভিডিয়োর মাধ্যমে এক এক করে নিজের গোপন কথা সকলের সামনে তুলে ধরছেন মিমি।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল মিমির পিৎজা সিক্রেট। আর এবার তারকা মিমি সামনে আনলেন সিক্রেট-২। জানালেন ‘আম জিন্দগি’র কথা। চামচে করে কিংবা স্টাইল করে আম খাওয়া নয়। আঁটি শুদ্ধু যতটা সম্ভব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে আম  খাওয়াই পছন্দ মিমির। অভিনেত্রী যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে শাড়ি গয়না পরে মেকআপ করা অবস্থাতেই মন দিয়ে আম খেতে দেখা গেল তাঁকে। বললেন, ”জানি না সবাই কীভাবে এত সুন্দর করে আম খায়! আম আসলে খেতে হয় আঁটি নিয়ে।” ভিডিয়োর শেষে লেখা, ”আম খাও, সব ভুল যাও।” জানিয়েছেন আমই তাঁর প্রিয় ফল।

এর আগে মিমি জানিয়েছিলেন, তিনি পিৎজা খেতে পছন্দ করেন ঠিকই, তবে শুধুমাত্র চিট ডে-তেই পিৎজা খান। বাকি দিনগুলিতে অবধারিত ভাবে ডায়েট রুটিন মেনে চলতে হয় তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here