কোয়েল বিশ্বাস : বন্ধুরা সম্প্রতি আমুলের তরফ থেকে একটি বিশেষ ঘোষনা করা হয়েছে। একজিকিউটিভ এবং নন একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, টেরিটরি সেলস ইনচার্য, অ্যাসিস্ট্যান্ট  ম্যনেজার, আমুল ক্যাটাল, ফিড ডিস্ট্রিবিউট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করা হয়েছে। যোগ্য প্রার্থীরা  ইচ্ছুক থাকলে আবেদন করতে পারেন।

এই বিষয় সম্পর্কে বিস্তৃত জানতে আমুলের ওয়েবসাইটে নজর রাখুন।

শিক্ষাগত যোগ্যতা-

বিসিএবি.এসসিএম.এসসিএমইএম.টেকপ্রার্থীর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কমার্সিয়াল নর্ম এবং ট্যাক্সেশন এবং কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃত বোর্ড/ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্টান থেকে বিশেষ পদ্গুলির জন্য আবেদনের যোগ্য হতে হতে এই ডিগ্রিগুলি দরকার।

বয়সসীমা-  কমপক্ষে ১৮ বছরের বেশি হতে হবে প্রার্থীর বয়সসীমা।

আবেদনের প্রক্রিয়া –

প্রার্থীদের ইন্টারভিউতে কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য করা হবে। প্রথমে আমুলের ওয়েবসাইট এ গিয়ে লগ ইন কতে হবে। তারপর কেরিয়ার ট্যাবে নেভিগেট করতে  হবে। কারেন্ট ওপেনিং সেকশনে গিয়ে  করতে হবে। তারপর প্রার্থীরা যে পদের জন্য চান সেই পদের জন্য চান সেটাকে বেছে নিতে হবে। তারপরয়ে ওনলাইন এ ক্লিক করে দিলেই সফল ভাবে আবেদন করা হবে। কোম্পানি বিচার বিবেচনা করে প্রার্থীকে যোগ্য মনে ইন্টারভিউতে ডেকে নেবেন।

বেতনের স্কেল-

প্রার্থীদের প্রায় ৪,০০,০০০ থেকে ৫,৫০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এবার বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতনের সামান্য হেরফের থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here