নিজস্ব সংবাদদাতা: করোনার প্রভাবে রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলছে। তবে তারই মধ্যে দেখা গেল আজ লকডাউন পালনের উল্টো চিত্র। বঙ্গেরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। লকডাউনের মধ্যেই কোথাও বিক্ষোভ তো কোথাও আন্দোলন।
আজ সকালবেলায় নারদা মামলায় সিবিআই জালে ফিরহাদ হাকিম। এই একই মামলায় গ্রেফতার হন শোভন চট্টোপাধ্যায় , মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সিদ্ধান্তে ক্ষোভ তৃণমূলের। নারদা মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জী এবং মদন মিত্রকে গ্রেফতারের পর থেকেই তোলপাড় হয়ে পড়েছে রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায় , তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষরাও। সৌগত রায় বললেন, “সিবিআই তো খাঁচায় বন্দী থাকা একটা তোতা। মোদী শাহের নির্দেশেই তাঁরা এসমস্ত করছে। নির্বাচনে হেরে গিয়েই এমন কাজ করছে বিজেপি। এই প্রতিহিংসা অত্যন্ত নিন্দনীয়। আদালতে এর মোকাবিলা করা হবে”।
নিজাম প্যালেসে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন যাওয়ার পথে তিনি চলে আসেন সিবিআই দপ্তরে। “আমাকেও গ্রেপ্তার করুন”, সিবিআই দপ্তরে গিয়ে অফিসারদের জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সিবিআইয়ের ডিআইজির সঙ্গেও কথা বলতে চান। আইনজীবী অনিন্দ্য রাউত জানালেন, “গ্রেপ্তার না করলে সিবিআই দপ্তর থেকে মুখ্যমন্ত্রী বেরবেন না বলে জানিয়েছেন।”