Calcutta time : সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য এখন বিরাট সুখবর। এবার মাধ্যমিক পাশে প্রায় কয়েকশো আপ্রেন্টিশ বা শিক্ষানবিশ নিতে চলেছে ভারতীয় রেল। গত কয়েকদিন আগেই ভারতীয় রেলের পূর্বাঞ্চল শাখা মারফৎ শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

তবে এই ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যেকোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেলের বিভিন্ন পদে শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা।

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর – RRC-ER/Act Apprentices/2022-23

দেখে নিন, কোন কোন পদ বা বিভাগের জন্য শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ-এর আবেদন চাওয়া হয়েছে-

১) ফিটার

২) ওয়েল্ডার

৩) আরমেচার বাইন্ডার

4) মেশিনিস্ট

৫) কারপেন্টার

৬) ইলেকট্রিশিয়ান

৭) পেইন্টার

৮) মেকানিক

৯) ওয়ারম্যান

১০) প্লাম্বার

১১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

১২) সিভিল ইঞ্জিনিয়ার

১৩) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং

আবেদনের ক্ষেত্রে বয়সসীমা –

এই বিভাগে শিক্ষানবিশ হওয়ার আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

তবে, এক্ষেত্রে তপশীলি জাতি, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে ০১-০৮-২০২২ তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স হিসাব করে নিতে হবে।

আবেদন পদ্ধতি দেখে নিন –

ভারতীয় রেলে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,

১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২) এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

৩) প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি ভারতীয় রেলের ওয়েবসাইট (www.rrcer.com) থেকে ডাউনলোড করে নিতে হবে।

৪) এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের নাম, জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স, লিঙ্গ, বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা, আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ, মোবাইল নম্বর, ইমেল আইডি, আবেদকারী প্রার্থীর পিতার নাম।

৫) সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে।

আবেদন ফী –
আবেদনের জন্য সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে। সংরক্ষিত আসনের জন্য কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই।

আবেদনের শেষ সময় সীমা -29/10/2022

নিয়োগ পদ্ধতি –
নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই

নিয়োগের স্থান –
শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের মধ্য বিভাগের দক্ষিণ পূর্ব শাখায় অর্থাৎ রেলের সাউথ ইস্টার্ন জোনে।

শিক্ষাগত যোগ্যতা –

উল্লেখিত বিভাগগুলিতে শিক্ষানবিশ হওয়ার জন্য পদের ক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম শ্রেণি/ মাধ্যমিক পাশ হতে হবে

পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের অপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে ?

১) ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২) নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র

৩) প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪) শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র

৫) প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬) প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি,

৭) প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি ।

মাসিক ভাতা- এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে।

অনলাইনে আবেদন সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন (www.rrcer.com)-এ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here