কোয়েল বিশ্বাস : আনারস শুধু খাওয়ার জন্য নয়  আপনার ত্বকের জন্যও দারুন উপকারী। তাই আনারসের যে অংশ আমরা ফেলে দিয়ে খোসা সেটি কিন্তু আপনার ত্বকের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন সি’ এবং ম্যাঙ্গানিজ এর মত পুষ্টি থাকে।

এটি আপনার ত্বককে এক্সফলিয়েট করেন। আপনার ত্বককে হাইড্রেটেড এবং পরিষ্কার রাখতে আনারসের খোসা বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এটি স্কিনকে তরুণ ও কোমল করতে সাহায্য করেন। জেনে নেওয়া যাক আপনি আনারসের খোসা কে কিভাবে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করবেন

তার উপকারিতা গুলি কি কি –

বডি স্ক্রাব তৈরি করতে লাগবে ১ কাপ শুকনো আনারসের খোলা, ১ কাপ সাদা চিনি এবং ১ টেবিল চামচ গোলাপ জল। প্রথমে আপনি মিক্সিং গ্রাইন্ডার এর এক কাপ আনারসের খোসা গুঁড়ো করে নিন তারপর একটি পাত্রের মধ্যে চিনি এবং গোলাপজল এবং আনারসের খোসা মিশিয়ে নিন। সেই মিশ্রণটি এবার তোকে স্ক্রাব হিসেবে লাগিয়ে নিন আলতো করে এরপর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

জেনে নিন, আনারসের খোসা দিয়ে তৈরি বডি স্ক্রাব এর কি কি উপকারিতা –

ত্বকের কালো দাগ দূর করতে- অনেক সময় এই স্ক্রিণে কালচে দাগ দেখা যায় এমন পরিস্থিতিতে এসব দাগ দূর করতে আনারসের খোসা দিয়ে তৈরি বডি স্ক্রাব ব্যবহার করতে পারেন তাতে কালো দাগ সহজেই কমে যাবে।

কিউটিকল এবং নখ সুস্থ রাখতে- আনারসের উপলব্ধ ভিটামিন এবং মিনারেল গুলি লক্ষ্যে স্বাস্থ্যকর করতে সাহায্য করে। ভিটামিন এর অভাবে অনেকেই এবং দুর্বল কিউটিকলের সঙ্গে মোকাবেলা করতে হয় । নখ পরিষ্কার রাখতে ব্যবহার করুন।

ফাটা গোড়ালি নরম করতে- আবহাওয়ার পরিবর্তনের সময় অনেকেরই গোড়ালি ফাটার সমস্যার সম্মুখীন হতে হয়। এই স্ক্রাব ব্যবহার করলে আপনার মৃত ত্বক এবং অন্যান্য দূষণকারী এজেন্ট থেকে মুক্তি পাবে । স্ক্রাব লাগানোর আগে হালকা গরম জলে পা ভিজিয়ে রাখুন।

টক এক্সফোলিয়েট করতে- আনারসের খোসা ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে ।আনারসের খুশি এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা প্রাকৃতিক ভাবে এক্সফোলিয়েট করে তুলে। AHAs আনারসের মৃত কোষকে এক্সফলিয়েট করে সতেজ রাখে এবং নরম রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here