আজ রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী ।দেশজুড়ে চলছে লকডাউন আগামী 17 ই মে  লক ডাউন উঠে যাওয়ার কথা। এরইমধ্যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদরদাস মোদী মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী  বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দের সাথে করোনা নিয়ে ভিডিও কনফারেন্স করেন। ভিডিও কনফারেন্স থেকে জানা যায় বেশিরভাগ মন্ত্রীই লকডাউন বারানোর পক্ষে সায় দিয়েছেন।

করোনা ভাইরাসের সতর্কতায় বিগত 25 মার্চ থেকে 17 ই মে পর্যন্ত দেশব্যাপী চলছে ইতিমধ্যে ভারতের কোন ভাইরাস আক্রান্তের সংখ্যা 70 হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছে, বহু মানুষ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 23000। আজ রাত আটটায় শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারপরে ঠিক হবে কোন কোন ক্ষেত্রে খোলা যেতে পারে বা কোন কোন ক্ষেত্রগুলি খোলা যাবে না, বা কি হতে চলেছে। দেখতে থাকুন ক্যালকাটা টাইম .লাইভ

Follow us on YouTube https://www.youtube.com/channel/UC4DCzq4EaD-IX9AAjMrKctw

Visit our Instagram page Facebook page and Twitter. (For advertisement call 912 3359407)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here