ক্যালকাটা টাইম: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ফল প্রকাশ করবে আই সি এস সি এবং আই এস সি পরীক্ষার ফলাফল।আদালতের নির্দেশ ছিল ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এবং প্রি বোর্ড পরীক্ষার নাম্বার এর উপর জোর দিয়েই এ মাসের মধ্যে দুই হাজার কুড়ি পরীক্ষার ফলাফল ঘোষণা করে দিতে হবে সেই নির্দেশ মেনে আজ বিকেল তিনটে নাগাদ অর্থাৎ শুক্রবার বিকেল তিনটে নাগাদ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে কাউন্সিল ফর ইউনিয়ন স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। এর তরফ এ বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে পড়ুয়ারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে।
পড়ুয়ারা ফলাফল দেখতে চাইলে তাদের লগইন করতে হবে www.cisce.org অথবা www. results.cisce.org এছাড়াও এসএমএসে জানা যাবে পরীক্ষার ফল এসএমএস করার নাম্বারটি হল 9248082883