আজ নয় 28 শে মে থেকে কলকাতায় শুরু হচ্ছে ডোমেস্টিক বিমান পরিষেবা।। আজ থেকে শুরু হবার কথা ছিল বিমান পরিষেবা কেন্দ্র সরকার বিমান পরিষেবা আংশিক চালু করার কথা ঘোষণা করলেও তাতে সায় দিল না মহারাষ্ট্র সরকার। সারাদেশে অন্তর্দেশীয় বিমান পরিষেবা 25 শে মে থেকে শুরু হলেও কলকাতায় তা শুরু হবে 28 সে মে।

দীর্ঘ দু’মাস পর সাধারণ যাত্রীদের জন্য খুলছে বিমান পরিষেবা কোন ভাইরাসের জিরে বিমান পরিষেবা বন্ধ হয়েছিল বিগত 25 মার্চ থেকে তিন মাস পর থেকে দেশের অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হচ্ছে শুধুমাত্র শহরগুলিতে যোগাযোগের তালিকায়। মাত্র 30 শতাংশ বিমান পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ।পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ু বমহারাষ্ট্র সরকার আজকে বিমান পরিষেবা শুরু করতে চাইছে না তবে বিদেশ থেকে যাত্রী ছাত্র-ছাত্রীদের নিয়ে আসতে অনুমতি দিতে আপত্তি নেই মহারাষ্ট্রের কিন্তু এখনই শুরু করতে চাইছেনা ।পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্র দাবিও মেনে নিয়েছে কেন্দ্র।
 
			