মিষ্টিমুখ রাম মন্দির ভূমি পুজোয় 1.25 লক্ষ লাড্ডু
ক্যালকাটা টাইম : দীর্ঘ ঝামেলা মামলার পর আজ অযোধ্যা রাম মন্দির ভূমি পুজো। এতকিছুর পর ভূমি পুজো হচ্ছে আর তার আনন্দ হবে না। কিন্তু ইতিমধ্যেই সারা বিশ্বে রয়েছে করো না। কিন্তু ভগবানের ভক্তিতে করোনা কেউ যে হার মানায়।আজ ভূমি পুজোর জনসাধারণের বিতরণের জন্য তৈরি হচ্ছে 1.25 লক্ষ্য লাড্ডু।
তাও আবার যে সে নয় রাম মন্দিরের পূর্ণিমা পুজো তাই রাঘুপতি লাড্ডু কথিত আছে সম্পূর্ণ বিশুদ্ধ টাটকা গরুর ঘি দিয়ে বানানো একটু যে একবার খায় জীবনে তার সৎ ভোলেনা স্বাদ ভুলে না।মহাবীর কমিটির সদস্য আচার্য কিশোরকুমার বলেন ভূমি পুজোর দিন 1.25 লক্ষ লাড্ডু প্রস্তুত করা হয়েছে এরমধ্যে 51,000 লাড্ডু তুলে দেওয়া হবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে। বাকি লাড্ডু বিহারের সিতামারহি মন্দিরে পাঠানো হবে সেখানে বিতরণ করা হবে এই লাড্ডু।
 
			