পৌষ মাসের 6 তারিখ 22 ডিসেম্বর মঙ্গলবারে রাশিফল। জ্যোতিষ শাস্ত্রী শ্রী আনন্দ মহারাজ
মেষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা হঠাৎ প্রাপ্তিযোগ আছে অর্থাৎ এদের যেকোনো স্থান থেকে অর্থ প্রাপ্তির যোগ আছে লটারি যোগ আজকের দিনে আছে|
বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতি কারা কোন কোন খান থেকে নিজের সুখ্যাতি লাভ করবে অর্থাৎ মান সম্মান অর্জন করবে আজকের দিনে|
মিথুন রাশি=এই রাশির জাতক বা জাতিকা আগের পুরোনো ঋণ শোধ করতে পারবে এবং ঋণ মুক্ত হতে পারবে আজকের দিনে|
কর্কট রাশি=এই রাশির জাতক বা জাতিকা মনে কোন আনন্দ থাকবে না সব সময় চিন্তা ভাবনা এমন থাকবে যে নেগেটিভ চিন্তাভাবনা অর্থাৎ আজকের দিনে মন ও শরীর কোন দিক থেকে ভালো থাকবে না|
সিংহ রাশি=এই রাশির জাতক-জাতিকাদের কর্ম ক্ষেত্রে জায়গা ভালো না অর্থাৎ কর্ম ক্ষেত্রে নানান সমস্যা আসবে|
কন্যা রাশি : এই রাশির জাতক-জাতিকারা আজকের দিনে রোগ-ব্যাধি একটু বাড়বে অর্থাৎ শরিলে সমস্যা হবে তাই খুব সাবধানে আজকের দিন থাকবেন|
তুলা রাশি : এই রাশির জাতক-জাতিকারা আজকের দিনে স্বাস্থ্যহানি হতে পারে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে|
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক-জাতিকারা আজকের দিনে অনেক জায়গা থেকে অর্থ লাভ করবে অর্থাৎ আজকের দিনে অর্থ পেতে পারে|
ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকা অসদুপায় টাকাপয়সা বা অর্থ ইনকাম করতে পারে কিন্তু এইভাবে ইনকাম করা ভালো না তবে আজকের দিনে অসৎ উপায়ে কিছু টাকা আসবে|
মকর রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের কোন বিপদ হবার আশঙ্কা আছে অর্থাৎ রাস্তাঘাটে খুব সাবধানে চলতে হবে|
কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকা অনেক ক্ষেত্রে থেকে অর্থ এবং সম্মান লাভ করবে এবং কর্মক্ষেত্রে সাফল্য আসবে|
মীন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের অর্থ আসতে দেরি হবে অর্থাৎ আজকের দিনে যারা টাকা দেবে বলছে তারা কিন্তু নাও দিতে পারে|
মঙ্গলবার অষ্টমী থাকবে রাত্রি আটটা 4 মিনিট পর্যন্ত|সূর্যোদয় সকাল ছটা কুড়ি এবং সূর্যাস্ত চারটে 52|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছেই কাম্য|একটি টোটকা বলছি আজকের দিনে করবেন এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন মন্ত্র টি হল|নমো ক্লীং বজরংবলী নামো নামো এই মন্ত্রটি পাঠ করে বজরংবলীর অর্থাৎ হনুমানজির ফটো বা মূর্তি থাকলে তার পায়ে একটু সুযোগ দিবেন দেখবেন আপনার দিন খুব ভালো যাবে|