পৌষ মাসের 1 তারিখ এবং 17 ই ডিসেম্বর বৃহস্পতিবার এর রাশিফল।
মেষ রাশি : এই রাশির জাতক বা জাতি কারা কর্মসূত্রে ভ্রমণের যোগ অর্থাৎ কর্মক্ষেত্রে ভ্রমণের সুযোগ পাবে|
বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতি কারা কোন কূটনীতি তে জয়লাভ করবে অর্থাৎ জাতক বা জাতিকা কোন কাজে সাফল্য লাভ করবেন|
মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকা শ্বাসযন্ত্রে কোন সমস্যা সৃষ্টি করবে অর্থাৎ হাঁপানি রোগ যেসব জাতক বা জাতিকা আছে তাদের সমস্যা|
কর্কট রাশি : এই রাশির জাতক বা জাতিকা কোন সৃষ্টিশীল কাজ করবে অর্থাৎ নতুন নতুন কোনো কাজ করবে|
সিংহ রাশি : এই রাশির জাতক-জাতিকারা ব্যয়বহুল চিন্তা-ভাবনা করবে অর্থাৎ কোন কাজ যেটা ব্যয়বহুল হবে সেই সব কাজ করবে|
কন্যা রাশি : এ রাশি জাতক বা জাতিকা অপ্রত্যাশিতভাবে কোন কাজ সাকসেসফুল লাভ করবে অর্থাৎ যেসব কাজ তারা ভাবে নি সেই সব কাজ তারা করবে|
তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা বিদেশ ভ্রমণ যোগ আছে অর্থাৎ বিদেশ ঘুরতে যেতে পারে|
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে অর্থাৎ ব্যবসায় ক্ষতি হবে|
ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকা নতুন নতুন কোন কাজ করবে|মকর রাশি=এই রাশির জাতক বা জাতিকা দের সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেবে|
কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকা ঠাণ্ডাজাতীয় কোন রোগে ভোগবে তাই ঠান্ডা থেকে খুব সাবধান|
মীন রাশি : এই রাশির জাতক বা জাদুকাটা ক্ষতির সম্ভাবনা হতে পারে অর্থাৎ কোন কাজে ক্ষতি হবে।
পৌষ মাসের 1 তারিখ এবং 17 ডিসেম্বর তৃতীয়া থাকবে সন্ধ্যা 5:55 এবং সূর্যোদয় ছটা 16 এবং সূর্যাস্ত বিকাল চারটে কান পর্যন্ত নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে কাম্য || প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান হনুমান জির দর্শন করুন সমস্ত আপদ-বিপদ আপনার কেটে যাবে।