Calcutta time :  বর্তমানে ভারতের প্রায় ১২ কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পাচ্ছেন৷ এই যোজনার টাকা মোট তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হয়ে থাকে। আর খুব শীঘ্রই পিএম কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা আসতে চলেছে।

কেন্দ্র সরকারের কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক৷ পিএম কিষানে নথিভুক্ত কৃষকরা ই-কেওয়াইসি না করালে আগামী কিস্তির টাকা পাবেন না৷ ই-কেওয়াইসি করার শেষ দিন ৩১শে মে ২০২২ অর্থাৎ আগামিকাল পিএম কিষান যোজনার জন্য ই-কেওয়াইসি করা শেষদিন।ই-কেওয়াইসি করার সময়সীমা বাড়িয়ে ৩১শে মে ২০২২ করা হয়েছিল৷ সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ই-কেওয়াইসি না করালে আগামী কিস্তির টাকা মিলবে না৷ অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ই-কেওয়াইসি করা সম্ভব৷ অনলাইনে ওটিপি-র মাধ্যমে এবং অফলাইনে কমন সার্ভিস সেন্টারে গিয়ে কৃষকরা ই-কেওয়াইসি করতে পারবেন।

বাড়িতে বসেও করতে পারবেন ই-কেওয়াইসি –

প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে

তারপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে

যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি

ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে

এর জন্য কোনও শুল্ক দিতে হবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here