আগস্টের 2 তারিখ এবং 9 তারিখ সম্পূর্ণ লকডাউন থাকবে না। টুইটারে জানানো স্বরাষ্ট্র দপ্তর।

ক্যালকাটা টাইম : আজ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন আগস্ট জুড়ে চলবে লকডাউন।বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। শনিবার এবং রবিবার বেছে নেয়া হয়েছে, সে ক্ষেত্রে মোট পাঁচটি রবিবার পাওয়া যাবে আগস্ট মাসে।গোটা আগস্ট মাস জুড়ে ,সপ্তাহে দুদিন করে লকডাউন চলবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং লকডাউন এর মেয়াদ 31 আগস্ট পর্যন্ত। এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান আগস্ট মাসের 5,8,16 ,17, 23 ,24, 31 এই দিনগুলি সম্পূর্ণ লকডাউন থাকবে। প্রথমেে দুই এবং 9 আগস্ট রাজ্যে সম্পূূূূর্ণ লকডাউন ঘোষণা করেছিল। কিন্তু ধর্মীয়়় অনুষ্ঠান থাকাার কারণেে ২ ও ৯ রাজ্যে সম্পূর্ণ লকডাাউন থাকছে না। ওই দু’দিন বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগস্ট মাসের 7 দিন রাজ্যেে সম্পূর্ণ লকডাউন থাকছে।

সরকারি-বেসরকারি কর্মীদেরসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।পরিস্থিতি ভালো হলে সেপ্টেম্বর মাসে একদিন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হতে পারে বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর । ঈদ পড়েছেে শনিবার এবং রাখি পূর্ণিমা সোমবার । এই দুদিন ছাড় দিয়ে পূর্ণ লকডাউন হবে রাজ্যে। এছাড়াও স্বাধীনতা দিবসের দিন লকডাউন হবে না বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here