Calcutta time : পঞ্জিকা মতে, আষাঢ় মাসের ৭ থেকে ১০ তারিখ হল অম্বুবাচী। লোকবিশ্বাস, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়।

এই কয়দিন গ্রামবাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করে। পিঠে পায়েস বানানোর রীতি আছে এই সময়। বিধবা মহিলারা এই সময় তিন দিন ধরে ব্রত পালন করে থাকেন।

অম্বুবাচীর প্রবৃত্তির তিনদিন পর হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচীর নিবৃত্তির পর শুরু হয় আবার জমিতে চাষাবাদ।

এছাড়াও জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়।

উল্লেখ্য, এই তিনদিন কামরূপ-কামাখ্যায় পূজা হয়। দেবী মন্দির বন্ধ থাকে। কামরূপ কামাক্ষ্যার মন্দিরে দেবী স্বয়ং ঋতুমতী হন বলে বিশ্বাস। এই কারণে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের ৭ তারিখ থেকে ১০ তারিখ হল এই পার্বণের উদযাপনকাল

চারদিন ধরে বিধবা মহিলারা এই অনুষ্ঠান পালন করে থাকেন। তাঁরা তিন দিন ধরে ব্রত করেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তাঁরা পরের তিন দিন ধরে খান। এই তিনদিন তাঁরা কোনো গরম খাবার বা পানীয় খান না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here