ক্ষোভের আগুন দক্ষিণ 24 পরগনায় ঢুকতে পারলেন না অভিষেক ব্যানার্জি ঘূর্ণিঝড়ে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন দক্ষিণ 24 পরগনা জেলায় নেই বিদ্যুৎ নেই পানীয়জল সবচেয়ে বড় কথা কাটমানির স্বর্গরাজ্য বলে খ্যাত দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল নেতারাই মানুষের পাশে নেই বলে জানা গেছে।
2019 এ আইলা ঝড়ের পর কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে দক্ষিণ 24 পরগনার জন্য জনতার অভিযোগ ছিল বাঁধ নির্মাণের টাকা সেন্টার নির্মাণের টাকা লুট করা হয়েছে বিপর্যয় বিপর্যস্ত মানুষজন প্রশাসনকে পাশে না পেয়ে ক্ষোভে ফুঁসছে । শনিবার এরকমই ক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে । পুলিশ চেষ্টা করেও পথ করে দিতে পারেনি জনতার বিক্ষোভের সামনে অসহায় বলে মনে হয়েছে তা নিরাপত্তারক্ষীদের বিদ্যুতের দাবিতে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা যার জেরে কাকদ্বীপের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পৌঁছাতে পারেননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।।
বিদ্যুতের দাবিতে বিক্ষোভ না দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু সেই আবেদন কানেই তোলেনি স্থানীয় বাসিন্দারা এদিন মুখ্যমন্ত্রীর করা আবেদনের পরেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন