Calcutta time : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ডায়মন্ড হারবারের জন্য কিছু কোভিডবিধির কথা ঘোষণা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা থেকে শুরু করে পাড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মতো উদ্যোগ নিলেন তিনি, সেই ঘোষণা অনুসারে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হচ্ছে ‘ডক্টর অন হুইলস’ কর্মসূচি, ব্লকে ব্লকে গাড়ি নিয়ে পৌঁছে যাবেন চিকিৎসকেরা

স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স নামে চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা, বেশিরভাগ বয়স্ক, অসুস্থ, টেলিমেডিসিনের পরিষেবা নিতে অপারগ এমন মানুষদেরই পরিষেবা দিতে এই উদ্যোগ, কেউ এছাড়াও কোভিডে গুরুতর অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন কি না তাও দেখা হবে, মঙ্গলবার মহেশতলা থেকে থেকে যাত্রা শুরু হবে ও ২৬ জন চিকিৎসকের নাম রয়েছে সেই তালিকায়

অসুখ যদি বড়সড় না হয় তার ক্ষেত্রে এই চিকিৎসকেরা ওষুধ লিখে দেবেন এবং নিরাময়ের ব্যবস্থা করবেন, পালস অক্সিমিটার দিয়ে স্থানীয় মানুষজনের অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা করা হবে, বাড়িতে ঘুরে চিকিৎসকেরা দেখবেন হোম আইসোলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, যাদের এখনও ভ্যাকসিন হয়নি তাঁদের ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করা হবে

এছাড়াও অভিষেক জানান, আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কোনও ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশ হবে না ডায়মন্ড হারবারে, বাজার এলাকায় যেতে গেলে দুটি মাস্ক পরা বাধ্যতামূলক বলে উল্লেখ করেন তিনি, প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি পঞ্চায়েত এলাকায় একটি করে কন্ট্রোল রুম খোলা হবে বলে ঘোষণা করেছেন সাংসদ, বাড়ি বাড়ি গিয়ে এই করোনার অ্যান্টিজেন পরীক্ষা করার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here