Calcutta time : ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজর এনএসএস ইউনিট ১ এবং ২-এর পক্ষ থেকে এবছর নববর্ষ উপলক্ষে আয়োজিত হলো এক রক্তদান শিবিরের অনুষ্ঠান। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা উপস্থিত ছিলেন। এছাড়াও থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা, আলোচনা সভাও হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডাঃ মনোজিৎ রায়, ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান সুপ্রভাত ঘোষ, টিটাগড় পৌরসভার উপ পৌরপ্রধান মোহাম্মদ জলিল, ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম, সম্রাট তপাদার, টিটাগর পৌরসভার পৌরপিতা তথা ছাত্রনেতা ইলাম খান, ছাত্রনেতা প্রীতম আদিত্য, সমাজ সেবী ভাস্কর ঘোষ সহ প্রমুখ।

উল্লেখ্য, অধ্যক্ষ ডাঃ মনোজিৎ রায় জানান, ” শুধুমাত্র পঠন-পাঠন নয় সামাজিক দায়বদ্ধতাও  ছাত্রছাত্রীদের মনোবল জোগাতে এমন ধরনের রক্তদান শিবির আয়োজন করা হয়েছে।” অপরদিকে রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে ছাত্রনেতা ইলাম খান বলেন, “আমরা প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প করি। গত দু’বছর করানোর জন্য বন্ধ ছিল। এবছর যেহেতু পরিস্থিতিতে একটু ভালো। মহামারী আশা করছি অতিক্রান্ত এবং মানুষ স্বাভাবিক জীবনে, ছন্দে ফিরছে। ছাত্র ছাত্রীরা এবং ন্যাশনাল সার্ভিস টিম কলেজের শিক্ষক, শিক্ষিকারা তারা সকলে মিলে এই উদ্যোগ নিয়েছেন এবং এবছরে একটু বেশি সংখ্যায় ব্লাড ডোনেট করছে ছেলে মেয়েরা, আমরা খুশি। আগামী দিনে গরমের সময় যখন রক্ত পাওয়া যাবে না আমরা মানুষের পাশে দাঁড়াতে পারলে আমরা সার্থক মনে করবো নিজেদেরকে। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ শুধুমাত্র পাঠানোর জায়গা নয় এখানে পঠন-পাঠনের সাথে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলার এবং সমাজ উপকৃত মানুষ গড়ে তোলার চেষ্টা করি।

এদিন ছাত্রনেতা প্রীতম আদিত্য জানান, ” নববর্ষ উপলক্ষে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ এনএসএস ইউনিট ১ এবং ২- এর পক্ষ থেকে আজকের রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়ার একটা ক্যাম্প আয়োজন করা হয়েছে। থ্যালাসেমিয়া নিয়ে সতর্কবার্তা এবং আলোচনার সভার আয়োজন করা হয়েছে। প্রায় ৬০জন রক্ত দাতা রক্ত দান করেছে।  এতে, ব্যারাকপুরের মানুষ উপকৃত হবে রক্তদানের মাধ্যমে। অনেকসময় গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা যায় সেটাকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি তার জন্যই আজকের এই রক্তদান শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here