Calcutta time : সামনেই পুরসভা ভোট। আর ভোটের দামামা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রাথীদের প্রচার জোরকদমে চলছে কারণ হাতে বেশি সময় নেই। প্রত্যেক ওয়ার্ডের প্রাথীরা অভিনব কায়দায় তাঁদের প্রচার চালাচ্ছেন। এছাড়াও কোনো কোনো প্রাথী বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমস্যার সমাধানও করছেন।
এমনই এক অভিনব প্রচার দেখা গেল হালিশহরে। হালিশহর ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপঙ্কর চক্রবর্তী তিনি অভিনব ভাবে প্রচার করছেন এবং ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তিনি মানুষের সমস্যার কথা শুনছেন। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি দেওয়ালে দেখা গেল দীপঙ্কর চক্রবর্তীর সমর্থনে তাঁর এবং মুখ্যমন্ত্রীর চিত্রাঙ্কন করা হচ্ছে। এবিষয়ে তিনি জানান, “তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে এবং মুখ্যমন্ত্রীকে ভালোবেসে এই চিত্রাঙ্কন করছে। এছাড়াও তিনি বলেন, ‘শুধু প্রাথী বলেই না আমাকে ৬ নম্বর বাসিন্দারা সকলে ভালোবাসেন, সকলের আশীর্বাদে আমি প্রাথী হয়েছি। আমার কাজ মানুষের সমস্যার সমাধান করা। আমি আজীবন মানুষের পাশে থাকবো, মানুষের জন্য করে যাবো’।
উল্লেখ্য, দীপঙ্কর চক্রবর্তী শুধু এখন নয়, আমফান, ফনি প্রাকৃতিক দুর্যোগে এই ওয়ার্ডের মানুষের পাশে ছিলেন। ঝড়ের রাতে তিনি বাড়ি বাড়ি ছুটে গেছেন। এছাড়াও শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। রাস্তার কুকুর থেকে সারমেয়দের সেবাতেও তিনি কোনো ত্রুটি রাখেন না। নিজের সাধ্যমত তিনি করে যাচ্ছেন। তাই হয়তো সকলের ভালোবাসা, আশীর্বাদে তিনি হালিশহর ৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রাথী হয়েছেন।