Calcutta time : অবশেষে খুলছে বিশ্বভারতী পড়ুয়াদের টিকা ডবল ডোজের শংসাপত্র থাকা আবশ্যক, ডিসেম্বরে গোড়ায় অফলাইনে পঠনপাঠন শুরু হচ্ছে বিশ্বভারতীর। স্নাতক স্নাতকোত্তর এমফিল পাঠভবন ও শিক্ষাসত্রের নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করতে পারবে, তবে হস্টেল আপাতত বন্ধই থাকছে
বুধবার থেকে বিভিন্ন ভবন ও বিভাগ খুলে গিয়েছে বিশ্বভারতীতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১লা ডিসেম্বর থেকে পঠনপাঠন শুরু হতে চলেছে অফলাইনে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে পারবেন স্নাতক স্নাতকোত্তর এমফিল-র পড়ুয়ারা। সঙ্গে পাঠভবন ও শিক্ষাসত্রের দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা, হাইব্রিড টেকনিক লার্নিং সিস্টেমের মাধ্যমে ক্লাস হবে বলে জানা গিয়েছে
উল্লেখ্য, বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতীর কর্তৃপক্ষ জানিয়েছে আবাসিক পড়ুয়ারা চাইলে ক্যাম্পাসের আশেপাশে নিজেরা থাকার ব্যবস্থা করে নিতে পারেন, কোভিড বিধি মেনে চলবে পঠনপাঠন, যাঁরা ক্লাসে যোগ দেবেন তাঁদের ভ্যাকসিনের ডবল ডোজের সার্টিফিকেট ও অভিভাবকদের চিঠি আনতে হবে, ছাত্রছাত্রীদের মেডিক্যাল চেক আপ হবে বিশ্বভারতীর হাসপাতালে