- 2018 , 8 May সোনাম কাপুর আনান্দ আউজা সাথে সাতপাকে বন্ধন হয়েছিলেন আজকের দিনেই। সোনাম কাপুর নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন সেই আনন্দের কথা যে আজকের দিনে নাকি তিনি একসঙ্গ পেয়েছিলেন যে খুব কথা বলতে ভালোবাসে আর সব সময় বিজনেস নিয়ে গল্প করতে ভালোবাসে তাকে পেয়ে সে খুবই খুশি এবং আনন্দিত সনামকাপুর এই কথাগুলি লিখে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তার এই বিবাহ বার্ষিকীর দিনে এবং তিনি বলেছেন যে তুমি আরো সুখে থাকো ভালো থাকো এবং আমার পাশে সারা জীবন থেকো