Calcutta time : অফলাইনেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা, এমনটাই জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন এই পরিস্থিতিতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে আইসোলেশন রুম, করোনার উপসর্গ থাকলে বা অসুস্থ হয়ে পড়লে সেই রুমে পরীক্ষা দিতে পারবে পড়ুয়া
এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, আগামী ৭ই মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে আগামী ১৬ই মার্চ। তবে করোনা, ওমিক্রনের মধ্যেই অনলাইন পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়েই বহু প্রশ্ন উঠছে। যদিও সোমবার একটি বৈদ্যুতিন চ্যানেলের লাইভ ক্লাসরুম অনুষ্ঠানে সেই সম্ভাবনা খারিজ করে দেন পর্ষদ সভাপতি।
তিনি জানিয়েছেন যে, অফলাইনে হবে মাধ্যমিক পরীক্ষা আগের মতোই পড়ুয়াদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মতো ‘হোম সেন্টার’ থাকবে না। তবে করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম থাকবে। যে পড়ুয়াদের করোনার মতো উপসর্গ থাকবে বা অসুস্থ হয়ে পড়বে, সে সেই রুমে পরীক্ষা দিতে পারবে। আইসোলেশন রুমের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্র এবং পড়ুয়াদের জিনিসপত্র স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছে পর্ষদ সভাপতি।
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি দেখুন :-
১) প্রথম ভাষা – আগামী ৭ই মার্চ।
২) দ্বিতীয় ভাষা – আগামী ৮ই মার্চ।
৩) ভূগোল – আগামী ৯ই মার্চ।
৪) ইতিহাস – আগামী ১১ই মার্চ।
৫) জীবনবিজ্ঞান – আগামী ১২ই মার্চ
৬) অঙ্ক – আগামী ১৪ই মার্চ
৭) ভৌতবিজ্ঞান – আগামী ১৫ই মার্চ।
৮) ঐচ্ছিক বিষয় – আগামী ১৬ই মার্চ।




