Calcutta time : মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা হলেন তিনি। যতই বিতর্ক হোক, যা অভিযোগ উঠুক, বারংবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। এবারও বীরভূমের নেতার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তাঁর ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ‘অনুব্রত মণ্ডলের স্রষ্টা কে?’ আজ অর্থাৎ বুধবার একদিকে যখন বোলপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছে সিবিআই, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন, এই অনুব্রত মণ্ডলের স্রষ্টা কে ? তিনি বলেন, অনুব্রতকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বলেন, এককালে অনুব্রত ছিলেন বোলপুর বাজারের মৎস্য ব্যবসায়ী। সেখান থেকে তাঁর উত্থান।

এদিন ‘ বোলপুরের বাজারে মাগুর বিক্রি করা অনুব্রত ‘। শুভেন্দু বলেন, সিবিআই কোন বাড়িতে যাবে না যাবে, তা তো তাদের তদন্তের অংশ। কিন্তু বোলপুরের বাজারে মাগুর বিক্রি করা অনুব্রত কীভাবে আজ হাজার-হাজার কোটি টাকার মালিক ? তাঁর অভিযোগ, অনুব্রতর বেআইনি সম্পত্তির উৎস শাসকদলের আশীর্বাদ । স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই দুর্নীতির কিং পিন’ !

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here