Calcutta time : আগামী ১৫ই অক্টোবর সবাইকে ফ্রি থাকার নির্দেশ দিল রুক্মিণী মৈত্র, হিসাব বলছে দুর্গাপুজোর শেষ দিন অর্থাৎ বিজয়া দশমী। সেই দিনটা দর্শকবন্ধুদের ফ্রি থাকার অনুরোধ করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রকাশ্যে জানালেন সেভ দ্য ডেট

রুক্মিণী মৈত্র নামটি এখন শুধুমাত্র টলিউডে নয়, বলিউডেও ছড়িয়ে গেছে। বিদ্যুৎ জামালের সঙ্গে ‘সনক’-এর কাজ শেষ করে ফেলেছেন, ‘সনক’ই বলিউডে তাঁর ডেবিউ ছবি। আর সে ছবিই মুক্তি পেতে চলেছে আগামী ১৫ই অক্টোবর, শুধুমাত্র প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এখন থেকেই ডেট সেভ করতে অনুরোধ করলেন রুক্মিণী। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ‘সনক’-এর একটি পোস্টার শেয়ার করেছেন রুক্মিণী। পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে না।

ক্যাপশনে রুক্মিণী লিখেছেন, “ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। কারণ নিজের ভালবাসাকে রক্ষা করতে সে কিন্তু সব কিছু করতে পারে” ডিজনি প্লাস হটস্টারে আগামী ১৫ই অক্টোবর থেকে স্ট্রিমিং শুরু হবে ‘সনক’-এর সে তথ্যও দিয়েছেন নায়িকা

রুক্মিণী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘গত চার বছরে গ্রো করেছি। এখন দর্শক হিসেবে নয়, পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি হিসেবে সিনেমা দেখি। আগে শুধু ছবি দেখতাম। এখন ভাঙি আর গড়ি। এখন মনের মতো চরিত্রের জন্য অপেক্ষা করি। ‘সুইজারল্যান্ড’ করলাম। কেরিয়ারের দুই বছরের মাথাতেই দুই বাচ্চার মায়ের চরিত্র করেছিলাম। বলতে পারেন প্যাশন জন্মেছে অভিনয় নিয়ে। এটাই হয়তো পার্সোনাল গ্রোথ, এটার প্রতি অনেস্ট থাকব, সততা দিয়ে চেষ্টা করব ১০০ শতাংশ কমিটমেন্ট নিয়ে কাজ করব’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here